রূপগঞ্জ বার্তা ডেস্কঃ করোনা মহামারির কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ প্রায় দেড় বছর পর খুলে দেওয়া হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) ক্লাস শুরুর প্রথমদিনে শিক্ষার্থীরা সকাল থেকেই স্বাস্থ্যবিধি স্কুলে ভিড় জমান।
দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে বন্ধুদের পেয়ে শিক্ষার্থীরা আনন্দে মেতেছেন। দীর্ঘদিন পর শিক্ষাকার্যক্রম শুরুর প্রথমদিনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল সাজ সাজ রব। বিদ্যালয়ের শিক্ষকরাও শিক্ষার্থীদের পেয়ে অনিন্দিত।
সকাল থেকে শিক্ষার্থীরা তাদের স্কুলের জন্য নির্ধারিত ড্রেস পরে স্কুলে আসতে শুরু করে। করোনা মহামারির কারণে অ্যাসেম্বলি না থাকায় স্বাস্থ্যবিধি মেনে একজনের পর একজন করে শিক্ষার্থী স্কুলের প্রধান গেট দিয়ে প্রবেশ করে।
প্রবেশপথে শিক্ষকরা শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক পরেছে কিনা তা যাচাই করে স্কুলে প্রবেশ করান। সকাল সাড়ে ৯টায় ঘণ্টা বাজিয়ে ক্লাস শুরু হয়। শ্রেণি শিক্ষকরা ক্লাসে এসে প্রথমে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে রোল কল করেন। এরপর যথারীতি পাঠদান শুরু হয়।
দীর্ঘ দেড় বছর পর স্কুলে আসতে পেরে শিক্ষার্থীদের মধ্যে ছিল উচ্ছ্বাস। তবে করোনা সংক্রমণ বেড়ে গেলে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে কিনা, তা নিয়েও তাদের মধ্যে শঙ্কা ছিল।
সদর ইউনিয়ন এর কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, স্কুল বন্ধ থাকায় লেখাপড়ার তেমন চাপ ছিল না। ক্লাসের পড়া মুখস্ত করে যেতে হবে এমন কোনও বাড়তি চাপ ছিল না। তবে আবারও তাদের নতুন করে শিক্ষাজীবন শুরু করতে পেরে খুবই খুশি তারা।
স্কুলের প্রধান শিক্ষক গোলাম আহসান হাবীব বলেন, সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীরা স্কুলে আসার পর শিক্ষার্থীরা নিরাপদ দূরত্বে থেকে ও স্বাস্থ্যবিধি মেনে হাত ধুয়ে ক্লাস রুমে প্রবেশ করে। তারা খুবই উচ্ছ্বসিত।
[…] অভ্যাস প্রয়োগ করে জীবনকে বদলে ফেলুন রূপগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে স্কুলে শ… নবী হোসেনের পিতার মৃত্যুতে রূপগঞ্জ […]
[…] শাকিল আহমেদ নিজস্ব প্রতিবেদক ঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন কায়েতপাড়া ইউপি নির্বাচনে ৭,৮,৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ও রূপগঞ্জ উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা বলেছেন চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন নামকরণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে। সোমবার সকালে জনগল্যাণ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিনা আক্তার রিতা বলেন ১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট ১১ বছরের ছোট রাসেলটিকে ও ক্ষমা করিনী ক্ষমতা লোভীরা। ক্ষমতার লোভে সেই দিন নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়ে ছিলো বঙ্গবন্ধুসহ শেখ রাসেল কে। আজ শেখ রাসেল বেঁচে থাকলে আমরা আরো একটি যোগ্য নেতা পেতাম। এসময় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে শেখ রাসেলর ৫৭ তম জন্মদিন উৎযাপন করা হয়।এসময় উপস্থিত ছিলেন, জনগল্যাণ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতার সোহেন,আল আরাফা ইসলামিরা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল রাজ্জাক, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি শারমিন আক্তার রিমা প্রমুখ। […]