চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্বৈরাচার পতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে রুপগঞ্জ উপজেলা যুবদল।
আজ ৫ই আগষ্ট সকাল ১১টায় উপজেলার ভূলতা-গাউসিয়া এলাকায় এ বিজয় মিছিল পালন করে রুপগঞ্জ উপজেলা যুবদলে ব্যানারে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সাবেক ছাত্রনেতা রুপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোঃ মাসুমের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম ইমন, রুপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিম সরকার, মশিউর রহমান টিপু সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় আবু মোঃ মাসুম বলেন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আমরা স্বৈরাচার ও তাদের দোসরদের পতনের মাধ্যমে বিদায় করেছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭বছর ধরে আন্দোলনে রাজপথে সরব ছিলাম। তারই ধারাবাহিকতায় স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের দোসররা দেশ ছেড়ে পালিয়েছে।
আমাদের নেতাকর্মীদের তাদের থেকে শিক্ষা নিতে হবে। যেন আমরা কোনভাবেই দেশের মানুষের কষ্টের কারণ না হই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে রুপগঞ্জ থেকে সকল সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, চাদাবাজি ও ভূমিদস্যুতা মুক্ত একটি সুন্দর রুপগঞ্জ গড়ে তুলতে পারবো।