সর্বশেষ:
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার কমিটি গঠন  রুপগঞ্জে যুবদলের আয়োজনে বিজয় মিছিল রূপগঞ্জে কলেজ শিক্ষার্থীকে অপহরণ, গণধর্ষণের অভিযোগ রূপগঞ্জে ধর্ষণের পর স্কুল শিক্ষার্থীকে হত্যা মামলায় স্বাক্ষী অপহরণকারী ও খুনিদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশন রূপগঞ্জ শাখার কমিটি গঠন; সভাপতি মাহবুব রহমান সম্পাদক আব্দুল মতিন নারায়ণগঞ্জ ১ ( রূপগঞ্জ) আসনে নির্বাচনী আমেজ; মনোনয়ন দৌড়ে ত্যাগীদের মূল্যায়ন চায় কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেন রূপগঞ্জে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষেরূপগঞ্জে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতাপুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুকে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে প্রতিপক্ষ রূপগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
September 1, 2025, 5:57 pm
শিরোনাম:
পরীক্ষা মূলক সম্প্রচার চলছে

Categories

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুকে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে প্রতিপক্ষ

রূপগঞ্জ বার্তা ডেস্ক 118 বার পঠিত
Update : Wednesday, May 28, 2025

 

নারায়ণগঞ্জ রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে ৫ বছরে এক শিশুকে হত্যার উদ্যেশ্যে ইট দিয়ে মাধা থেতলে মৃত ভেবে  প্রতিপক্ষের লোকজন পাটের বস্তা দিয়ে ডেকে ফেলে রেখে গেছে বলে অভিযোগ উঠেছে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে থানায় অভিযোগ করায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে শিশুটির পরিবার। গত শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ভিংরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুটির মা গার্মেন্টস কর্মী  সুমা আক্তার জানান,  শিশু নাঈমের  মামা জুবায়েরের 

সাথে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয় একই এলাকার মামুন মিয়ার ছেলে কামরুলের। এর জের ধরে গত শুক্রবার শিশু নাঈম জুমার নামায পড়তে যাবার সময়  কামরুলসহ কয়েকজন তাকে তুলে নিয়ে গিয়ে ইট দিয়ে মাথা থেতলে দেয়। এসময় শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে মৃত ভেবে পাটের বস্তা  দিয়ে ডেকে কামরুল তাদের ঘরের পিছনে নির্জন স্থানে ফেলে  রেখে যায়। এদিকে বহু খোজাখুজির পর শিশুটিকে না পেয়ে মসজিদের মাইকিং করলে লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ্য হলে মঙ্গলবার সেখান থেকে এনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে এ ঘটনায় শিশুটির মা রূপগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে তারা।

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান,  মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা পেয়েছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


এই বিভাগের আরও খবর