মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (২৩-অক্টোবর) সকালে তারাবো পৌরসভার দক্ষিণ রূপশী এলাকায় এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে স্থানীয়রা বলেন, দক্ষিন রূপশী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শেফরান, জুয়েল, সানী, রবিউলসহ আরো কয়েকজন মিলে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাদের গ্রুপে তাদের হয়ে কাজ না করলে স্থানীয় যুবক ও কলেজের ছাত্রদের মারধরের স্বীকার হতে হয়। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। স্থানীয় এলাকাবাসী আরো বলেন, আমরা মাদকমুক্ত সমাজ ও এ অত্যাচার থেকে মুক্তি চাই।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।