রূপগঞ্জে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ দুলাল হোসেন
শুক্রবার (১৪ নভেম্বর ) সন্ধায় রূপগঞ্জ উপজেলার পূর্বাচল হায়রার বাড়ী এলাকায় শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ কর্মসূচি পালন করেন মোহাম্মদ দুলাল হোসেন।
এ সময় স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শীতের কম্বল পেয়ে অসহায় ও ছিন্নমূলরা আনন্দ উল্লাস করেন।
এসময় মোহাম্মদ দুলাল হোসেন বলেন আজকে আমি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করলাম ধারাবাহিক ভাবে রূপগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় প্রতিটি ওয়ার্ড এ ওয়ার্ড এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ।