সর্বশেষ:
রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্ত্রীর জমকালো আয়োজনে বীর প্রতিক গোল্ড কাপ ব্যাটমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে  রূপগঞ্জে কিডস স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ আতলাশপুর স্কুলে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ বাইক দূর্ঘটনায় নিহত শিক্ষার্থী আতিক স্মরণে শোক সভা রূপগঞ্জে গুণীজনদের সংবর্ধনা দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে ঐক্যবদ্ধ সাংবাদিকরা রূপগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না আতিকের প্রকাশ পেলো তানহা মৌমাছি-হান্নান শাহ’র ‘চুপি চুপি ভালোবাসা’ খালেদা জিয়া ও সুলতানের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল
March 31, 2023, 7:42 pm
শিরোনাম:
পরীক্ষা মূলক সম্প্রচার চলছে

Categories

ঈদ উল আযহাকে ঘিরে রূপগঞ্জে কামার পাড়ার শিল্পীদের কর্ম ব্যস্ততা বেড়েছে বহুগুন।

রূপগঞ্জ বার্তা ডেস্ক 215 বার পঠিত
Update : Thursday, July 7, 2022

 মাহামুদুল হাসান নয়ন রূপগঞ্জে ঈদ উল আযহাকে ঘিরে কামার পাড়ার শিল্পীরা এখন ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাতুরী আর হামারের ঢুং-ঢাং শব্দে মুখরিত কামার পাড়াগুলো। 

গত দু,বছর করোনা ভাইরাসের প্রার্দুভাব থাকায় অনেকেরে মতো দিশেহারা হয়ে পরেছিলেন কামার শিল্পের সঙ্গে জড়িত কর্মকারেরা। আধুনিক প্রযুক্তিতে তৈরি লোহা, স্টীলের যন্ত্রপাতির সামনে এমনিতেই নাস্তানুবাদ এই শিল্প সংশ্লিষ্টরা। বছরে একটি মৌসুম ঈদ উল আযহা ঘিরে ফিরে আসে তাদের কর্ম চঞ্চলতা। 

করোনার কারনে প্রায় হতাশ হয়ে পরা এই কর্মকারদের কোরবানী ঈদকে সামনে রেখে শেষ মূহূর্তে এসে দা,বটি,ছুরি চাপাতিসহ নানান উপকরন তৈরির কাজে এখন ব্যস্ত সময় পার করছেন। হাটবাজার আর পাড়া মহল্লায় তাদের হাতুড়ি-হামারের ঢুং ঢাং শব্দ জানান দিচ্ছে আর মাত্র কদিন বাদেই ঈদ। আর সেই ঈদকে ঘিরে আশার আলো দেখছেন কামারেরা।

রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কোরবানীর ঈদকে সামনে রেখে শেষ সময়ে এসে প্রায় দুইশত কামার ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কর্মকারদের সাথে কথা বলে জানা গেছে,সারা বছর দা,বটি,চাকু,ছুরি চাপাতি, কৃষি উপকরন তৈরির কাজ করেন তারা। কিন্তু চায়নাসহ অন্যান্য দেশ থেকে আধুনিক ধারালো যন্ত্রপাতি বাজারে আসায় হতাশ তারা। এখন আর কামারদের তেমন চাহিদা নেই। অনেকেই এখন আর কামারদের কাছে দা,বটি,চাকু,ছুরি চাপাতি তৈরি করতে আসে না। আবার এসব যন্ত্রপাতি তৈরি করে বাজারে বিক্রি করতে গেলে গ্রাহকদের তেমন চাহিদা নেই।


এই বিভাগের আরও খবর