রূপগঞ্জ বার্তা ডেস্কঃ ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্র কতৃক আয়োজিত কাঞ্চন পৌরসভার আইন-শৃঙ্খলা সংক্রান্তে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়
উক্ত বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা পুলিশের নবনিযুক্ত ওসি জনাব মোঃ মহসিনুল কাদের , ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মাহবুব , কাঞ্চন পৌরসভার মেয়র ও কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের বিপ্লবী সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক , রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য মোঃ এমায়েত হোসেন, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল কলি, কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, কাঞ্চন পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ পনির হোসেন সহ কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি, কাঞ্চন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কমিশনার, কাঞ্চন পৌরসভার বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, কাঞ্চন পৌরসভার মানবধিকার কমিশনের কর্মি, ডাক্তার, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা, প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ জনগণ।
উক্ত পুলিশিং বিট সভায় রূপগঞ্জ থানার পরিদর্শক মোঃ মহসিনুল কাদের সকলের উদ্দেশ্যে করে বলেন, আপনারা কাঞ্চন পৌরসভার সন্তান, আপনারা সকলে মিলেমিশে কাজ করবেন এটাই আমরা প্রত্যাশা করি, আমি আপনাদের এলাকায় আসার আগে নরসিংদীতে কর্মরত ছিলাম সেখানে আমাকে অনেকে অপছন্দ করতো আমি সেখানে সকলের সাথে মিলেমিশে কাজ করেছি তার ফলশ্রুতিতে সেখানে সবাই আমার আপনজন হয়ে উঠেছিল, তারই ধারাবাহিকতায় আমি এখন আপনাদের রূপগঞ্জে কর্মরত আছি আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আর আপনারা একে অপরের সাথে মিলেমিশে কাজ করবেন এটাই আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি।
এ সময় কাঞ্চন পৌরসভার মাননীয় মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন আমার কাঞ্চন পৌরসভার প্রতিটি মানুষের জন্য দিনরাত কাজ করে যাবো এবং ১ থেকে ৯ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ যাতে তাদের কাংখিত সেবা পায় সেই দিকে লক্ষ রেখে কাজ করে যাবো ইনশাআল্লাহ
উক্ত সভায় আরো বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও ডাক্তার, রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী সহ আরো অনেকে বক্তব্য রাখেন।