বার্তা ডেস্ক ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতিকের নির্দেশনায় কায়েতপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাদ্রাসা রোডের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
৯ জানুয়ারি রবিবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড পশ্চিমগাও এলাকায় এ মাদ্রাসা রোডের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
কায়েতপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের মেম্বার সুরুজ মিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাটমন্ত্রীর বিশ্বস্ত হাতিয়ার চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও চনপাড়া থেকে বার বার নির্বাচিত মেম্বার মোঃ বজলুর রহমান,এ সময় আরো উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার সেলিনা আক্তার রিতা , ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আয়াত আলী, সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন, রুপগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।