রূপগঞ্জ বার্তা ডেস্কঃ বুধবার (২৪ মার্চ) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ২ জন অংশগ্রহণ করেন।
ভোট গণনা শেষে প্রধান নিবার্চন কমিশনার ( কাঞ্চন পৌরসভার সহকারী প্রকৌশলী) জনাব মোঃ আনোয়ার হোসেন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মোট ৫০ জন ভোটারের মধ্যে ৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে সভাপতি পদে মাসুদুর রহমান ২৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রইছ উদ্দিন পেয়েছেন ২১ ভোট।
২৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আল আমীন (বকুল) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু আহমেদ পেয়েছেন ২০ ভোট। সাংগঠনিক সম্পাদক হিসেবে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোন্তাজ উদ্দিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্লাবন দেবনাথ পেয়েছে ২২ ভোট।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হিসাব রক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউসুফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সহকারী নির্বাচন কমিশনার (পৌর সচিব) এটিএম নুরে আলম সিদ্দিকি, নারায়ণগঞ্জ জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন মিয়া, সাধারণ সম্পাদক জাবেদ মিয়া, কাঞ্চন পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোল্লা,উপ সহকারি প্রকৌশলী হাসান আলী, কাউন্সিলর মফিকুল ইসলাম খান, রোকন মিয়া, আবু নাইম, আমজাদ হোসেন, সাফিয়া আক্তার ডলি, শামসুন্নাহার চৌধুরী, কর আদায়কারী হেলাল উদ্দিন, পৌর কর্মকর্তা মোঃ ইমরান হাসান হালিম, শাকিল আহম্মেদ (টিপু), মোঃ শরিফুল ইসলাম, মাসুদ মিয়া, পৌর যুবলীগের প্রচার সম্পাদক মাকসুদুর রহমান মিঠু, যুবলীগ নেতা আতাউর রহমান, আব্দুর রহমান ভুইয়া, রফিকুল ইসলাম শাহিন, সাদেক মিয়া, পৌর যুব স্বেচ্ছাসেবকলীগের সহ – সভাপতি মোঃ সুজন প্রধান, পৌর ছাত্রলীগের সহ – সভাপতি মোঃ সিফাত মিয়া, ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ,মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব মেহেদী হাসান শাহিন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তানজির মাহমুদ কাউছার প্রমুখ।