সর্বশেষ:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে যুবদলের দোয়া মাহফিল ও আলোচনা সভা   রূপগঞ্জে তানযীমুল মাদারিসিল ক্বওমিয়্যাহ উদ্যোগে মুহতামিম সম্মেলন  পূর্বাচলে নারীর গলাকাটা লাশ উদ্ধার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাবুর নেতৃত্বে বিজয় র‍্যালী রূপগঞ্জে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ রূপগঞ্জে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান  রুপগঞ্জ বেপারীপাড়া যুব সমাজের উদ্যেগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্ভোধন রূপগঞ্জে মিরকুটির ছেও তরুণ সমাজের উদ্যোগে ফাইনাল ফুটবল টুনামেন্ট তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জে যুবদলের উঠান বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার ও সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরূদ্ধে রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সমাবেশ
January 23, 2025, 1:24 pm
শিরোনাম:
পরীক্ষা মূলক সম্প্রচার চলছে

Categories

পুলিশের ফেইসবুকে স্ট্যাটাস নিখোঁজ প্রতিবন্ধি শিশুকে খুঁজে পেলো মা ।

রূপগঞ্জ বার্তা ডেস্ক 846 বার পঠিত
Update : Tuesday, November 16, 2021

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার পর নিখোঁজ প্রতিবন্ধি শিশু মায়া (৯)কে খুঁজে পেলো তার মা নাজমা বেগম।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে থানা পুলিশ মায়ের কাছে নিখোঁজ ওই শিশুকে ফিরিয়ে দেন। পুলিশের মানবিক এ ধরনের উদ্যেগকে ধন্যবাদ দিয়েছেন স্থানীয়রা। শিশু মায়া ঢাকার খিলক্ষেত থানার খিলক্ষেত মধ্যপাড়া এলাকার মৃত আব্দুর রব রাড়ির মেয়ে।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, গত (১৫ নভেম্বর) সোমবার রাত ১১টার দিকে তিনিসহ পুলিশের একটি দল পুর্বাচল উপশহর এলাকায় টহল দিচ্ছিলেন। উপশহরের ১০নং সেক্টরের জয়বাংলা চত্বর এলাকায় ৯ বছর বয়সের প্রতিবন্ধি শিশু মায়া কাঁদতে ছিলো। এসময় এএসআই সাইফুল ইসলাম শিশুটিকে ডেকে এনে দেখতে পান বাকপ্রতিবন্ধি। কথা বলতে পারছেনা। পরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ এর নির্দেশে ওই এএসআই তার নিজস্ব ফেইসবুকে শিশুটির ছবি দিয়ে নিখোঁজের একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাস দেয়ার পর (১৬ নভেম্বর) মঙ্গলবার সকালে ফেইসবুকে নিখোঁজের স্ট্যাটাস দেখে রূপগঞ্জ থানা পুলিশের সঙ্গে মা নাজমা বেগম যোগাযোগ করেন। পরে দুপুরে এসে শিশু মায়াকে বুঝে নেন।শিশুর মা নাজমা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার প্রতিবন্ধি মেয়েটি কিভাবে এখানে আসলো কিছুই বুঝতে পারছিনা। পুলিশের সৎ উদ্দেশ্যের কারনে আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। এ জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, এটা আমার দায়িত্ব। তবে, ১২ ঘন্টা মায়া আমাদের কাছে ছিলো। ততক্ষনে আমাদের মায়ার প্রতি মায়া বয়ে গেছে। মায়াকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরে অনেক আনন্দ পাচ্ছি।


এই বিভাগের আরও খবর