সর্বশেষ:
রূপগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের উদ্দোগে মতবিনিময় সভা গ্রামবাসির উপর সন্ত্রাসী  হামলার প্রতিবাদে হাটাবোতে মানববন্ধন-বিক্ষোভ; সন্ত্রাসীদের কুশপত্তিকাদাহ রূপগঞ্জে ঘটনার ৩ বছর পর অন্তস্বত্তা গৃহবধূ হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন রূপগঞ্জে পূজা উদযাপন কমিটির সাথে বিএনপি  নেতাদের মত বিনিময় সভা রূপগঞ্জে শৃঙ্খলা ফেরাতে সর্বদলীয় নেতৃবৃন্দ একাট্টা; রূপগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি বন্ধসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের হাসিনা সরকার পতনে রূপগঞ্জে বিএনপির বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে এটিইউ। রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পূর্বাচল আমেরিকান সিটির কর্মকর্তা নিহত ৯০ কোটি টাকা নিয়ে লাপাত্তা মায়ের ছাঁয়া, টাকা ফেরত পেতে রূপগঞ্জে ভুক্তভোগীদের মানববন্ধন
November 2, 2024, 5:38 pm
শিরোনাম:
পরীক্ষা মূলক সম্প্রচার চলছে

Categories

রায়পুরার মহেশপুর ইউনিয়নে নৌকার মাঝি হতে চান মাহবুব আলম সেলিম।

রূপগঞ্জ বার্তা ডেস্ক 858 বার পঠিত
Update : Wednesday, February 3, 2021

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সারাদেশে জমে উঠেছে প্রচার প্রচারণা, লবিং তদবির ও নির্বাচনী এলাকার এমপি-মন্ত্রী ও দলীয় উর্ধতন নেতাদের পিছনে সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাপ। তা থেকে পিছিয়ে নেই ২৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত বৃহত্তম রায়পুরা উপজেলা। ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তথাপি রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্য পারিবারিক ঐতিহ্য ও পরিচিতি নিয়ে এগিয়ে নরসিংদীর বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের রায়পুরা উপজেলা শাখার সভাপতি এবং মহেশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম। তিনি অত্র ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সভাপতির দায়িত্ব পালন করেন। জানা যায়, মাহবুব আলম সেলিমের মরহুম পিতা মো. মজিবুর রহমান লায়েছ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর ছাত্রজীবন থেকে শুরু করে সুদীর্ঘকাল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা রেখে চলেন। বিভিন্ন সময়ে তিনি আওয়ামী লীগের দুর্দিনে রায়পুরা উপজেলার পূর্বাঞ্চলে দলের হাল ধরায় দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে ১৯৯৮ সালে মহেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০০০ সালে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং সভাপতি থাকাকালীন মৃত্যুবরণ করেন। তারি ছোট ভাই আল-আমিন রায়পুরা উপজেলা ছাত্রলীগের সদস্য ও মহেশপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছে। মাহবুব আলম সেলিমের সাথে কথা হলে তিনি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে স্কুল জীবনেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালের অসহযোগ আন্দোলন, ১৫ই ফেব্রুয়ারী প্রহসনের নির্বাচন প্রতিরোধের আন্দোলন, ২০০১ সালে চারদলীয় জোট সরকারের অত্যাচার, নিপীড়ন, হামলা-মামলা, ভয়-ভীতি উপেক্ষা করে বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনে তৎকালীন নেতাকর্মীদের সাথে থেকে কেন্দ্রীয় সকল কর্মসূচী পালনের মাধ্যমে নেতাকর্মীদের সমর্থন ও জনগণের আস্থা অর্জনসহ বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠাকল্পে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণে সংগঠনের সকল কর্মকান্ড বাস্তবায়নে সঠিক দায়িত্ব পালন করে থাকি। আমি একজন সৎ, যোগ্য ও সকলের পরিচিত আওয়ামী পরিবারের সদস্য হিসেবে আসন্ন মহেশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পাওয়ার আশা করছি। দলের নীতিনির্ধারকগণের মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত হলে তৃণমূলের সকল নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ নির্বাচনে ভোটের মাধ্যমে আমার পক্ষে রায় দিবেন এবং আমার বিজয়ের মাধ্যমে দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি আরও বলেন,দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হলে আমি আমার ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনকে পূর্বের যেকোন সময়ের চেয়ে অধিক দলিয় কার্যক্রম পরিচালনা করে গণতন্ত্রের মানষকন্যা, মাদার অব হিউম্যানিটি, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মাহবুব আলম সেলিম সাবেক চেয়ারম্যানের যোগ্য ছেলে তাকেই নৌকার মনোনয়ন দিলে ভালো হয়। যোগ্য সৎ প্রার্থী হিসেবে সকলের মন জয় করে চলেছে। ইতি মধ্যে সকলের নিকট গ্রহণ যোগ্যতা অর্জন করতে পেরেছে। তরুণ প্রজন্মের অহংকার তারুণ্যে ভরপুর তাকেই মহেষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।


এই বিভাগের আরও খবর