রূপগঞ্জ বার্তা ডেস্কঃ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের প্রচেষ্টায় কায়েতপাড়া ইউনিয়নের কেওডালা এলাকায় বালু নদীর উপর নতুন ৩৫০ মিটার দীর্ঘ ব্রীজ নির্মানের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার ( ৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এলজিইডি এর আওতায় ব্রীজটি নির্মাণ হবে। এছাড়া আরও দুইটি সেতুর দৈর্ঘ বৃদ্ধি করে পুনরায় অনুমোদন দেওয়া হয়েছে। সেতু দুইটির মধ্যে রয়েছে ডেমরায় ওয়াই ব্রিজ নির্মাণ, ইছাপুরায় ৪৩০ মিটির দীর্ঘ ব্রীজ । এ সেতু তিনটি নির্মাণের ফলে ঢাকার সাথে রূপগঞ্জের যোগাযোগ সহজতর হবে। রূপগঞ্জ বাসির বহুদিনের স্বপ্ন পূরণের পথে আরে এক ধাপ এগিয়ে যাচ্ছে।
এদিকে কেওডালা ব্রীজসহ তিনটি ব্রীজ নির্মানের অনুমোদন দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপিকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন। এছাড়া কায়েতপাড়ার জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপিকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকে অভিনন্দন জানাচ্ছে রূপগঞ্জবাসী।