মাহামুদুল হাসান নয়ন: বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার (১১ নভেম্বর)।
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১১ নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেননের মধ্য দিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়।
এই উপলক্ষে শনিবার সকালে বীর প্রতিক গাজী সেতু সংলগ্ন এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল এর উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোস্তাক কবির, আক্তার হোসেন, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিউল্লাহ শফি, সাধারণ সম্পাদক সোহেল আলম ভূইয়া, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাদেকুল ইসলাম সাদেক, ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইদুল , ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহালম, ১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্বাস, ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিম সাউদ , সাধারণ সম্পাদক ফজলুল হক সহ অনেকে
এছাড়া দুপুর ২টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত আনন্দ র্যালী ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আনন্দ র্যালী ও উন্নয়ন শোভাযাত্রা উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
এতে সভাপতিত্ব করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শোভাযাত্রা পরিচালনা করবেন দলটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।