December 9, 2022, 2:34 am
শিরোনাম:
পরীক্ষা মূলক সম্প্রচার চলছে

Categories

রূপগঞ্জে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে গুরুতর আহত ১

রূপগঞ্জ বার্তা ডেস্ক 827 বার পঠিত
Update : Tuesday, November 9, 2021

নারায়নগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের মুশুড়ী হাজী আব্দুর রশিদ ইন্টার্নেশনাল ক্যাডেট মাদ্রাসার সামনে ভ্যান মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

গত রবিবার (৭ নবেম্বর ) রাত ৬ – ৪০ মিনিটের দিকে
রূপগঞ্জ সদর ইউনিয়নের মুশুড়ী হাজী আব্দুর রশিদ ইন্টার্নেশনাল ক্যাডেট মাদ্রাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হল রূপগঞ্জ সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকার হানজত আলীর। ছেলে সানাউল্লাহ(৩০) তার সাথে থাকা একই এলাকার সেরাজউদ্দীনের ছেলে রুমান (২৩) ও আহত হন।পড়ে স্থানীয়দের সহযোগিতায় সানাউল্লার সাথে থাকা রুমান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারন চিকিৎসা করে সানাউল্লাহ কে গুরুতর অবস্থা দেখে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে সানাউল্লাহ রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনাস্থলে থাকা এক বয়স্ক লোক জানান, বাইকটি বেপরোয়া গতিতে চালিয়ে আসছিল। বাইকে থাকা দুইজনের মধ্যে কারো মাথাই হেলমেট ছিল না। সে বাইকটি কন্ট্রোল করতে না পেরে মাল বোঝাই ভ্যান গাড়িতে এসে মেরে দেন। এখানে ভ্যানচালকের কোন ভুল ছিলোনা সম্পূর্ণ ভুল মোটরসাইকেল চালকের।

Our Facebook Page


এই বিভাগের আরও খবর