সর্বশেষ:
রূপগঞ্জে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দগ্ধ ৬ ভোলাবতে জিয়াউর রহমানের ৪২তম শাদাত বার্ষিকী পালন। রূপগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত রূপগঞ্জে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রূপগঞ্জে জিয়াউর রহমানের ৪২তম শাদাত বার্ষিকী পালন। ওয়ালটন ডিজিটাল ক্যম্পেইন সিজন ১৮ উপলক্ষে ন্যাশনাল ইলেকট্রনিক্স এক্সক্লুসিভ ওয়ালটন শোরুমের উদ্যোগে জিনজিরায় বনার্ঢ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে প্রতীক বরাদ্দের পর রূপগঞ্জের চনপাড়ায় উপ নির্বাচনে ব্যস্ত ১৬ প্রার্থী ইলেকট্রো মার্ট ঈদের খুশি এবার হবে বেশি বেশি এ স্লোগান`কে সামনে রেখে কনকা গ্রী হাইকো আর, এম, ইলেকট্রনিক শোরুমে উদ্যোগে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রূপগঞ্জে উদ্ধার হওয়া শিশু ইয়ামিনকে হত্যা করে সৎবাবা ; গ্রেফতার প্রধান আসামী
June 10, 2023, 7:00 am
শিরোনাম:
পরীক্ষা মূলক সম্প্রচার চলছে

Categories

রূপগঞ্জে হাজারের অধিক রোগীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প

রূপগঞ্জ বার্তা ডেস্ক 362 বার পঠিত
Update : Friday, December 31, 2021


মোঃ রিপন মিয়া, নিজস্ব প্রতিনিধিঃ
দেশের শীর্ষস্থানীয় চিকিৎসক দলের অংশগ্রহণে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সুলপিনা এলাকায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার দিনব্যাপি এ মেডিকেল ক্যাম্প থেকে বিনামূল্যে হাজারের অধিক দরিদ্র রোগীরা চিকিৎসা পরামর্শ নিয়েছেন। শুধু তাই নয় এ সময় গোলাকান্দাইলস্থ আল রাফি হাসপাতালের সৌজন্যে ওই দরিদ্র রোগীদের বিনামুল্যে ঔষুধ বিতরন ও ফ্রি ব্লাড গ্রুপিংসহ ক্যাম্প পরিচালিত হয়েছে।


আল রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম বলেন, রূপগঞ্জের সাধারণ মানুষের মাঝে এমন উন্মুক্ত চিকিৎসা সেবায় দরিদ্ররা উপকৃত হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকদের একটি দল যাদের বেশিরভাগ রূপগঞ্জের সন্তান তারাই এ সেবায় অংশ নিয়েছেন। এটা বিরল দৃষ্টান্ত।

রূপগঞ্জের ভুলতার সোনাবো এলাকার বাসিন্দা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার নাসিম হায়দার বলেন,রূপগঞ্জের সন্তান হিসেবে এ অঞ্চলের মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা পরামর্শ দেয়া নৈতিক দায়িত্ব মনে করি। এ ধরনের ক্যাম্প যারাই আয়োজন করবেন, অগ্রাধিকার দিয়ে তাদের ওই আয়োজন অংশ নেব। এ কারনেই আমরা রূপগঞ্জ অফিসার্স এসোশিয়েসন সেবার মনমানসিকতা নিয়ে কাজ করছি।


মেডিকেল ক্যাম্প আয়োজক সুলপিনার আদর্শ পাঠাগার ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি গোলজার হোসেন বলেন, আমার জন্মস্থান এলাকার দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় এ মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞগণ অংশ নিয়েছেন। এতে গ্রামের লোকজন উপকৃত হয়েছে।


এ সময় এ মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা দিতে অংশ নেন, রূপগঞ্জের পূর্বগ্রামের বাসিন্দা স্কয়ার হসপিটালের অর্থপেডিক বিশেষজ্ঞ ডাক্তার মেসবাহউদ্দিন আহমেদ, মুগদা মেডিকেল কলেজের চর্ম ও যৌন,এলার্জি বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ মোহাম্মদ, ঢাকা ডেন্টাল কলেজের প্রফেসর ডাক্তার রাজিউদ্দিন খান, বেলদী এলাকার বাসিন্দা সিলেটের এমএজি ওসমানী ওসমানী মেডিকেল কলেজের গ্যাস্টো এন্টারোলজী বিভাগীয় প্রধান ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম, পূর্বগ্রামের বাসিন্দা নিউরো বিশেষজ্ঞ ডাক্তার মোঃ রাশিদুন্নবী খান, সোনাবোর বাসিন্দা ডাক্তার নাসিম হায়দার, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আক্তার জাহানসহ বিশেষজ্ঞগণ।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচীব মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম, ইউপি সদস্য রিটন প্রধান, সাংবাদিক মাহবুব আলম প্রিয়,রিপন মিয়া, কালাম মিয়া, মাসুদ প্রমূখ।


এই বিভাগের আরও খবর