রূপগঞ্জ বার্তা ডেস্কঃ দেশে করোনা রোগীর ৫০ শতাংশ ই গ্রামের । বয়স সীমা ৩৫ বছর করে আবার শুরু হচ্ছে টিকার নিবন্ধন কার্যক্রম।
সকালে অধিদপ্তরের মহাপরিচালক জানান মর্ডানার টিকা পাবেন অগ্রাধিকার প্রাপ্ত রা। এসময় আরো জানান ৫০% এর বেশি রোগী হচ্ছে গ্রামের। গ্রামের লোকেরা মনে করছে এই বর্ষার মৌসুমে এই সমস্ত রোগ জ্বর কাশি এটা বর্ষার কারনে। যার কারনে ওনারা হাসপাতালে আসছেন দেরিতে। রোগিরা যখন অসে তখন তাদের অক্সিজেন ৫০% নেমে যায়। তখন আমাদের কিছু করার থাকে না।
তাই সবাইকে সচেতন থাকতে হবে