মাহামুদুল হাসান নয়ন: হাসিনা সরকারের আনন্দে নারায়ণগঞ্জে রূপগঞ্জে বিজয় র্যালী করেছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড থেকে ভুলতা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক এ র্যালী করেন তারা।।
কাজী মনিরুজ্জামান মনির বলেন, ৭১-কে কলংকিত করেছে এ সরকার। স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে বাংলাদেশের আপামর জনতা তাকে প্রত্যাখ্যান করেছে। ছাত্রসমাজসহ দেশবাশীকে ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শরিফ আহম্মেদ টুটুল, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম ইমন, মোশারফ হোসেন, আবু মোহাম্মদ মাসুম, জাকির হোসেন রিপন, হালিম ভূইয়া, ফিরোজ সরকার, নূর মোহাম্মদ, মনজুর আহম্মেদ, জাহাঙ্গীর মোলা, শিপলু জাহান, সহ আরো অনেকে।