সর্বশেষ:
বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি রূপগঞ্জ  উপজেলা শাখার কমিটি গঠন  রুপগঞ্জে যুবদলের আয়োজনে বিজয় মিছিল রূপগঞ্জে কলেজ শিক্ষার্থীকে অপহরণ, গণধর্ষণের অভিযোগ রূপগঞ্জে ধর্ষণের পর স্কুল শিক্ষার্থীকে হত্যা মামলায় স্বাক্ষী অপহরণকারী ও খুনিদের বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশন রূপগঞ্জ শাখার কমিটি গঠন; সভাপতি মাহবুব রহমান সম্পাদক আব্দুল মতিন নারায়ণগঞ্জ ১ ( রূপগঞ্জ) আসনে নির্বাচনী আমেজ; মনোনয়ন দৌড়ে ত্যাগীদের মূল্যায়ন চায় কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেন রূপগঞ্জে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষেরূপগঞ্জে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতাপুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুকে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে প্রতিপক্ষ রূপগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
August 30, 2025, 2:32 am
শিরোনাম:
পরীক্ষা মূলক সম্প্রচার চলছে

Categories

নতুন সাতটি সিনেমার কাজ শুরু করছি- ডিপজল

রূপগঞ্জ বার্তা ডেস্ক 411 বার পঠিত
Update : Friday, September 30, 2022

চলচ্চিত্রে মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল নতুন ৭টি সিনেমা নির্মাণ কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ৬টি সিনেমার নির্মাণ কাজ শেষ করে সেগুলো মুক্তির প্রক্রিয়া শুরু করেছেন। এ মাস থেকে ধারাবাহিকভাবে সিনেমাগুলোর মুক্তি প্রক্রিয়া শুরু হবে। এগুলো মুক্তি ও পরিবেশনার দায়িত্বে রয়েছে প্রযোজনা ও পরিবেশনা সংস্থা অনুপম মিউজিক। সিনেমাগুলো মুক্তি শুরুর প্রাক্কালে সিনেমা নির্মাণের ধারাবাহিকতা ধরে রাখার জন্য ডিপজল নতুন ৭টি সিনেমা নির্মাণের প্রজেক্ট হাতে নিয়েছেন। এগুলোর মধ্যে দুটির নির্মাণ কাজ শুরু হবে নভেম্বরের শেষের দিকে।

এ ব্যাপারে ডিপজল বলেন, আমার ৬টি সিনেমা মুক্তি দেয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রতি মাসে একটি করে সিনেমা মুক্তি দেয়া হবে। দর্শক যাতে নতুন সিনেমা দেখা থেকে বঞ্চিত না হয়, এজন্য একটির পর একটি সিনেমা মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। বলা যায়, এটি ধারাবাহিকতা রক্ষার প্রকল্প। এ সিনেমাগুলো মুক্তি দিতে দিতে নতুন সিনেমা রেডি হয়ে যাবে। এর কাজ আগামী এক-দেড় মাসের মধ্যে শুরু হবে।

তিনি বলেন, সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে নতুন সিনেমা নির্মাণ ও মুক্তি দেয়ার বিকল্প নাই। আমি আমার অবস্থান থেকে এ কাজ চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, যে সিনেমাগুলো মুক্তি দেয়া হবে তার প্রত্যেকটি গল্প সমৃদ্ধ। দর্শক যে ধরনের গল্পের সিনেমা দেখতে চায়, সেভাবেই এগুলো নির্মিত হয়েছে। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দর্শকের মন-মানসিকতা বুঝতে পারি। তারা কি ধরনের সিনেমা পছন্দ করে, তা বুঝেই সিনেমা নির্মাণ করি। আশা করছি, সিনেমাগুলো দেখে দর্শক নিরাশ হবে না। তিনি বলেন, আমি ডিপজলের কাছ থেকে দর্শক ভিন্ন কিছু আশা করে। সময়ের সাথে তাল মিলিয়ে এই ভিন্ন কিছু নিয়েই সিনেমাগুলো নির্মাণ করেছি। নতুন যে সিনেমাগুলো নির্মিত হচ্ছে, সেগুলোতেও দর্শক ভিন্ন কিছু পাবে। ইতোমধ্যে ৭টির মধ্যে দুটি’র নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কক্সবাজার থেকে সিনেমাগুলোর শুটিং শুরু হবে। আর আমি শুটিংয়ের জন্য শীতের সময়টিকে বেছে নিই। এ সময়ে কাজ করে সুবিধা পাওয়া যায়। আবহাওয়া ভালো থাকে। একটানা কাজ করা যায়। আশা করছি, আগামী ছয়-সাত মাসে নতুন সিনেমাগুলোর নির্মাণ কাজ শেষ করতে পারব। সবগুলো সিনেমার পরিচালক থাকবেন মনতাজুর রহমান আকবর। আর শিল্পীদের মধ্যে নতুনদের প্রাধান্য থাকবে। তিনি বলেন, সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে একের পর এক যেমন সিনেমা দরকার, তেমনি নতুন শিল্পীও দরকার। তাহলে দর্শক নতুন কিছু দেখতে পাবে।


এই বিভাগের আরও খবর