রূপগঞ্জ বার্তা ডেস্কঃ দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ নভেম্বর।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে কমিশনের ৮৬তম সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ ঘোষণা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।
দ্বিতীয় ধাপে রূপগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের ভোট হওয়ার খবর গতকাল বেশ ভাইরাল হয়। এব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান সংবাদচর্চাকে বলেন, দ্বিতীয় ধাপে রূপগঞ্জের ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার খবর শুনেছি তবে তা আমি নিশ্চিত করে বলতে পারছি না । গ্যাজেট প্রকাশ হলে বলা যাবে। তবে খুব তাড়াতাড়ি রূপগঞ্জে ভোট হবে।
রূপগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে কায়েতপাড়া, মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল,ভোলাব। সুত্রের খবর দ্বিতীয় ধাপে এসব ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ হবে। দুই এক দিনের মধ্যে নির্বাচনের গ্যাজেট প্রকাশ হবে। নির্বাচনের খবর শুনে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সরব হয়েছে। কায়েতপাড়ায় ইভিএম পদ্ধতিতে ভোট হবে
[…] মতিন মেম্বারের মতবিনিময় সভা। রূপগঞ্জের ৫ ইউপিতে ভোট ১১ নভেম্বর বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশনায় […]
[…] খোরশেদ আলম ,রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চনপাড়ায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার পদপ্রার্থী বজলুর রহমান কে দল মত নির্বিশেষে সমর্থন দিয়েছেন এলাকাবাসী। […]
[…] শাকিল আহম্মেদ নিজস্ব প্রতিবেদক ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আব্দুল মতিন ভূঁইয়া […]
[…] রূপগঞ্জ বার্তা ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্গা পূজার ছুটিতে বাড়ী যাবার পথে অপহৃত ৪ পোশাক শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ ৫ অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় ঘটে এ ঘটনা।মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু বৈদ্য জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টারদিকে উপজেলা ভুলতা এলাকার নান্নু স্পিনিং নামক পোশাক কারখানার শ্রমিক রিপন মুর্ম, মিঠুন চন্দ্র রায়, মোমিনুল, আবদুল্লাহ পুজার ছুটি পেয়ে গ্রামের বাড়ি দিনাজপুরের সেতাবগঞ্জ যাবার উদ্দেশ্যে সাওঘাট থেকে অটো রিক্সা যোগে গাউছিয়া এলাকায় বাসস্ট্যান্ড যাবার সময় একটি অপহরনকারী চক্র তাদের অপহরণ করে নিয়ে যায়।পরে অপহরণকারী অপহৃতদের সহকর্মী লিপন চন্দ্রের মোবাইলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এমনকি টাকা না দিলে জীবনে শেষ করে দিবে বলে হুমকি প্রদান করে। লিপন চন্দ্র ঘটনাটি ভুলতা ফাড়িকে অবহিত করলে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে একই উপজেলার সাওঘাট এলাকা থেকে অপহৃত ৪ পোশাক শ্রমিককে উদ্ধার করে।এ সময় এ ঘটনায় জড়িত শাকিব চৌধুরী, রাম কিশোর, সাব্বির হোসেন, তামিম মুসুল্লি ও জাবেদ ভুইয়া নামে অপহরনকারীকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৭/৮ জন অপহরণকারী পালিয়ে যায়।এব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএফএম সায়েদ বলেন, অপহরণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত ৫ আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। […]
[…] শাকিল আহমেদ নিজস্ব প্রতিবেদক ঃ ১১ নভেম্বর আসন্ন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মতবিনিময় সভা করেছে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকার মাঝি আলহাজ্ব মোঃ জাহেদ আলী। […]